১১ এপিবিএনের এপ্রিল মাসের মাসিক কল্যাণ সভা। ছবি: বাংলাদেশ পুলিশ

১১ আর্মড পুলিশ ব্যাটালিয়েনের (১১ এপিবিএন) এপ্রিল মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল (বুধবার) এ সভা অনুষ্ঠিত হয়।

১১ এপিবিএন, উত্তরা, ঢাকা জানায়, সভায় ১১ ‌এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সভাপতিত্ব করেন।

সভাপতি কল্যাণ সভায় উপস্থিত সকল পদমর্যাদার সদস্যদের কাছে তাঁদের বেতন, রেশন, পোশাকসংক্রান্ত কোনো কল্যাণমূলক প্রস্তাব থাকলে তা উত্থাপন করতে বলেন। পরে তিনি আভিযানিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে দিকনির্দেশনা দেন। এ সময় তিনি সব সদস্যকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও প্রদান করেন।

১১ এপিবিএন অধিনায়ক ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার সদস্যদের পুরস্কৃত করেন। ছবি: বাংলাদেশ পুলিশ

কল্যাণ সভায় এপ্রিল পরিচালিত ১১ এপিবিএন প্রশাসনিকসহ আভিযানিক কার্যক্রম যেমন মোবাইল উদ্ধার, মানব পাচার ও প্রতারক চক্রের সদস্যদের গ্ৰেপ্তার, অনলাইন প্রতারণা, মানব পাচার প্রতিরোধ, মাদক উদ্ধার ও সাইবার ক্রাইম দমন, ঈদের সময় মার্কেটগুলোয় স্ট্যাটিক, প্যাট্রল ডিউটিসহ অন্যান্য সব কার্যক্রমের ওপর আলোকপাত করা হয়।

কল্যান সভায় ১১ এপিবিএন অধিনায়ক ভবিষ্যৎ কর্মোদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার সদস্যদের পুরস্কৃত করেন।