গ্রেপ্তার প্রতারক মো. সুমন মিয়া। ছবি: বাংলাদেশ পুলিশ।

১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন ) প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। চক্রটি বিদেশে পাঠানোর কথা বলে লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।

১৭ এপ্রিল পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুস সেলিমের নেতৃত্বে ১১ এপিবিএনের একটি টিম রাজধানীর পল্টন মডেল থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক পাসপোর্ট, প্রতারণা করে পাওয়া টাকাসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সদস্য মো. সুমন মিয়া (৩৫) দীর্ঘদিন ধরেই অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় দেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ করে আসছিলেন।

তাকে গ্রেপ্তার করে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়। বাংলাদেশ পাসপোর্ট আইন ১৯৭৩ এর ১১(১(ঘ) ধারা ও পেনাল কোড আইনের ৪২০/৩৪ ধারামতে অপরাধ করার দায়ে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।