১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তাদের জন্য মানব পাচার ও প্রতিরোধ বিষয়ে ২৮ ও ২৯ ডিসেম্বর দুদিনব্যাপী এক কর্মশালা আয়োজন করা হয়েছে।

এপিবিএনের অতিরিক্ত আইজিপি ড. হাসান উল হায়দার বিপিএম (সেবা) এর নির্দেশনায় ও ১১ এপিবিএনের তত্ত্বাবধানে আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে ১১ এপিবিএনের অধিনায়ক শাহীনা আমীন পিপিএমের উদ্যোগে ও ঐকান্তিক প্রচেষ্টায়, এবং সিআইডির মানব পাচার ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আখতারুজ্জামান
ও জাস্টিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি চিফ তারিকুল ইসলামের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১১ এপিবিএনে একটি মানব পাচার প্রতিরোধ সেল গঠন করা হয়েছে। এ সেলের মাধ্যমে বিভিন্ন পোশাক কারখানায় মানব পাচার প্রতিরোধ ও প্রতিকার এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ে লিফলেট বিতরণসহ এ সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য ১১ এপিবিএন এ ডিউটি অফিসারসহ সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।