সিএমপি ডিবি উত্তর বিভাগের অভিযানে গ্রেপ্তার ছয়জন ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর বিভাগের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চক্রের ছয়জন গ্রেপ্তার হয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর চান্দগাঁও থানাধীন শাহ আমানত সেতু সড়কে বহদ্দারহাট পুকুরপাড় এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ইমরানুল ইসলাম ওরফে রনি, কফিল উদ্দিন ওরফে তানভীর, মো. মাজেদ ওরফে নাদিম, মো. আমিন আলী ওরফে সাকিব, মো. আরিফুল ও মো. সাকিবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন মডেলের ১০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে অপরাপর ব্যক্তির সহায়তায় চট্টগ্রাম শহরে নিয়ে আসেন। পরবর্তী সময়ে চোর চক্রের হোতা মো. মাজেন নাদিম তাঁর নিজস্ব ফেসবুক পেইজ ‘NK Motors’ ও ‘অভ্রনীল নাদিম’ ব্যবহার করে বিজ্ঞাপনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল বিক্রি করেন।