পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোরের বেনাপোল পোর্ট থানা-পুলিশের পৃথক অভিযানে ৪০ বোতল ফেনসিডিল, ১ হাজার ৭০০টি ভারতীয় ক্রিমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (১৮ ফেব্রুয়ারি) বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া ও বড় আঁচড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার মোছা. ফারজানা (৩৫) এবং বেনাপোল পোর্ট থানা এলাকার মো. আল আমিন গাজী (৩০) ও তুষার হোসেন (২৫)।

যশোরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম জানান, বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ ফারজানাকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে ভারতীয় ক্রিমসহ গাজী ও তুষারকে গ্রেপ্তার করা হয়। বেনাপোল পোর্ট থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।