১০ এপিবিএন বরিশালে সাপ্তাহিক মাস্টার প্যারেডের খণ্ডচিত্র। কোলাজ: পুলিশ নিউজ

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বরিশালে রোববার সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মাস্টার প্যারেড পরিদর্শন ও সালামি গ্রহণ করেন ১০ এপিবিএন বরিশালের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন।

তিনি ফোর্সের টার্নআউট, সি স্টোর, ডি স্টোর, রেশন স্টোর, এমটি শাখা, অস্ত্রাগার ও এমআই শাখা পরিদর্শন করেন।

কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মাস্টার প্যারেড পরিদর্শন শেষে ফোর্সের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে কমান্ডিং অফিসার বলেন, ‘ফোর্সের শৃঙ্খলা ও সুস্বাস্থ্য রাষ্ট্রের সম্পদ। সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে শতভাগ শৃঙ্খলা মেনে চলা, সিনিয়র কর্মকর্তার আদেশ যথাযথভাবে পালন করা, প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন এবং ঈদুল আজহার অনুমতি ছুটিতে মোটরসাইকেল ব্যবহার না করে পাবলিক যানবাহন ব্যবহার করতে হবে।’

মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্সপেক্টর (স.) হুমায়ুন কবির।

মাস্টার প্যারেডে ডেপুটি কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) নাসরিন জাহানসহ অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।