সচেতনতামূলক সেশনে বক্তব্য দিচ্ছেন ১০ এপিবিএন বরিশালের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন। ছবি : বাংলাদেশ পুলিশ

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বরিশালে পরিবেশ সংরক্ষণ ও সরকারি সম্পদের অপচয় রোধে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সেশনটি পরিচালনা করেন ১০ এপিবিএন বরিশালের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন।

মৌলিক প্রশিক্ষণরত ৫৬তম টিআরসি ব্যাচের সদস্যরা এতে অংশ নেন।

পরিবেশদূষণে কী কী বিপর্যয় হয় এবং কীভাবে পরিবেশদূষণ রোধ করা যায়, সে বিষয়ে বক্তব্য দেন অ্যাডিশনাল ডিআইজি। এ ছাড়া ব্যারাকের পরিবেশ সুস্থ রাখতে এবং পানি ও বিদ্যুতের অপচয় ঠেকাতে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ-সংক্রান্ত বিভিন্ন বাস্তব উদাহরণ ও সচিত্র উপস্থাপন করা হয়।

নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে অ্যাডিশনাল ডিআইজি বলেন, ‘সরকারি সম্পদের সুবিধাভোগী আমরা সবাই। তাই সরকারি সম্পদ আমাদের সম্পদ। এ সম্পদের সুষ্ঠু ব্যবহার আমাদেরই নিশ্চিত করতে হবে।’

সেশনে ডেপুটি কমান্ডিং অফিসার (এসপি) মোল্লা আজাদ হোসেন পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।