১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বরিশালের মাসিক কল্যাণ সভা আজ ৮ মে অনুষ্ঠিত হয়েছে।

১০ এপিবিএনের কার্যালয়ের হলরুমে বেলা ১১টায় এই সভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম-সেবা।

কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বিভিন্ন বিষয়ে সামষ্টিক কল্যাণমূলক প্রস্তাব পেশ করেন। কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা প্রস্তাবগুলো পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট শাখা ইনচার্জদের নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) সকল অফিসার ও ফোর্সদের মধ্যে শতভাগ শৃঙ্খলা বজায় রাখা, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া,পেশাদারত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করা, জনগণের সাথে উত্তম আচরণ করা, নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখা এবং প্রাপ্যতা অনুযায়ী ফোর্সের শতভাগ কল্যাণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

কল্যাণ সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন এএসপি (অ্যাডজুটেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরী।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) উজ্জ্বল কুমার দে, বরিশাল বিভাগীয় হাসপাতালের চিকিৎসক সারোয়ার কালামসহ বিভিন্ন পদ র্যাদার পুলিশ সদস্যবৃন্দ।