বিসিবির লোগো। ছবি: সংগৃহীত

নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে ২১ বছর পর জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নামছে সফরকারী বাংলাদেশ।

বাংলাদেশ সময় বেলা সোয়া ১টায় শুরু হতে যাওয়া ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। খবর বাসসের।

জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই ৫ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে ২০০১ সালের পর আবারও জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশের মুখে পড়ে টাইগাররা।

নিশ্চিতভাবেই হোয়াইটওয়াশের স্বাদ নিতে চাইবে না বাংলাদেশ। এ সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

ওয়ানডে ফরম্যাটে এর আগে দুবার জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ২০০১ সালে প্রথম দুটি দ্বিপক্ষীয় সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। পরে পূর্ণ শক্তির জিম্বাবুয়ে আর কখনো বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারেনি।