মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের হেফাজতে ৩ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৭৮ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা ৭টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ৩ মাদক কারবারি হলেন— শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকার সিরাজের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনু (৩৯) ও ফজর আলীর ছেলে নাঈম মিয়া (৩০) এবং ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে মিলন মিয়া (৩২)।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের (পিপিএম-বার) দিকনির্দেশনায় জেলা ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালামের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল উপপরিদর্শক (এসআই) হাকিম মোল্লার নেতৃত্বে শিবালয়ের মহাদেবপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মাদক কারবারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৪টি মামলা, নাঈম মিয়ার ১০টি ও মিলন মিয়ার বিরুদ্ধে ২টি মামলা আদালতে বিচারাধীন। এ ব্যাপারে শিবালয় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।