ট্রাফিক পুলিশ সদস্যদের সুপেয় পানির বোতল সরবরাহ করা হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

তীব্র তাপপ্রবাহের কারণে সারা দেশে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। তা সত্ত্বেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এ জন্য তাঁদের মনোবল অটুট রাখতে বিশেষ প্রণোদনা দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

উচ্চ তাপমাত্রায় ট্রাফিক পুলিশ সদস্যদের পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা থেকে রক্ষা করতে এই প্রণোদনা দেওয়া হয়েছে। এর আওতায় ট্রাফিক বিভাগের প্রত্যেক সদস্যের জন্য সুপেয় পানির বোতল, খাবার স্যালাইন, ফলের জুস, লেবুর শরবত সরবরাহ করা হচ্ছে।

জুস পান করছেন তিন ট্রাফিক পুলিশ সদস্য। ছবি : বাংলাদেশ পুলিশ

প্রতিটি ট্রাফিক বক্সে হাত-মুখ ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া দাবদাহ থেকে ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে এবং তাঁদের স্বাস্থ্য ভালো রাখতে নেওয়া হয়েছে বিভিন্ন কার্যকরী উদ্যোগ। দাবদাহ যত দিন থাকবে, তত দিন এই কার্যক্রম চলবে।

আইজিপির এই উদ্যোগে একদিকে যেমন ট্রাফিক পুলিশ সদস্যদের মনোবল দৃঢ় হয়েছে, তেমনি কর্মস্পৃহা বেড়েছে বহুগুণ। যার ফলে তীব্র গরমের মধ্যেও ট্রাফিক বিভাগের সেবা পাচ্ছেন নগরবাসী।