এক অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল হস্তান্তর করা হচ্ছে। ছবি: যুগান্তর

তীব্র শীতের মধ্যে পটুয়াখালীর অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। এ সময় পুলিশের কাছ থেকে কম্বল পেয়ে ধন্যবাদ জানান শীতার্ত মানুষ। খবর যুগান্তরের।

কম্বল পাওয়া ব্যক্তিরা জানান, অকালবর্ষণে হাড়কাঁপানো শীত শুরু হয়েছে। শীতের কাঁপুনিতে রাতে ঘুমাতে তাঁদের অসুবিধা হচ্ছে। এই দুঃসময়ে পুলিশ কম্বল দিয়েছে। কম্বল পেয়ে আনন্দিত ওই এলাকার অন্তত দুই শতাধিক অসহায় ও ছিন্নমূল পরিবার।

গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে শহরের লঞ্চ টার্মিনাল এলাকায় পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে ডিআইজির সঙ্গে ছিলেন পটুয়াখালীর এসপি মোহাম্মদ শহীদুল্লাহ, অ্যাডিশনাল এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ।

এ সময় ডিআইজি বলেন, ‘হঠাৎ বৃষ্টি হওয়ায় আবারও হাড়কাঁপানো শীত শুরু হয়েছে। জেলা পুলিশের ব্যবস্থাপনায় কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। অসহায় ও ছিন্নমূল পরিবারকে কম্বল দিতে পেরে আমিও আনন্দিত।’ এ সময় সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসতে অনুরোধ জানান তিনি।