খুলনা থেকে উদ্ধার করা বৃদ্ধাকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে কুড়িগ্রাম থানা-পুলিশ। ছবি: পুলিশ নিউজ

কুড়িগ্রাম থেকে হারিয়ে যাওয়া ৭২ বছরের বৃদ্ধা মোছাম্মৎ আছিয়াকে দীর্ঘ পাঁচ মাস পর খুলনা থেকে উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দিয়েছে কুড়িগ্রাম থানা-পুলিশ।

কুড়িগ্রাম থানাধীন সরদারপাড়া গ্রামের মানসিক ভারসাম্যহীন আছিয়া বেগম পাঁচ মাস আগে হারিয়ে যান। পরবর্তী সময়ে তাঁকে খুলনা জেলার সোনাডাঙ্গা থানার পুলিশ গত ২০ সেপ্টেম্বর উদ্ধার করে নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি শুধু জানান, তাঁর নাম আছিয়া, বাড়ি কুড়িগ্রাম জেলায়। এর বেশি কিছু বলতে পারেননি তিনি।

বিষয়টি সোনাডাঙ্গা থানার মাধ্যমে অবগত হওয়ার পর কুড়িগ্রাম থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ওই নারীর আত্মীয়স্বজনকে খুঁজে বের করার জন্য খোঁজ করতে থাকে। এরই ধারাবাহিকতায় জানা যায়, মানসিক ভারসাম্যহীন আছিয়ার বাড়ি কুড়িগ্রাম জেলার সদর থানার সরদারপাড়া এলাকায়।

পুলিশ আরও জানতে পারে, ওই নারী স্বামী পরিত্যক্ত। তাঁর এক মানসিক ভারসাম্যহীন ছেলে রয়েছে। পরবর্তী সময়ে আছিয়া বেগমের ছোট বোন রূপালী বেগম ওই নারীকে তাঁর বোন হিসেবে শনাক্ত করলে তাঁর কাছে বৃদ্ধাকে বুঝিয়ে দেয় পুলিশ।