হারানো ফোন ফিরিয়ে দিচ্ছেন ২ এপিবিএন ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো ৩৬টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ময়মনসিংহ। এ ছাড়া ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ৮৫ হাজার ৬০০ টাকা এবং হ্যাক হওয়া একটি ফেসবুক আইডি উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ২ এপিবিএন ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান এসব ফোন ও টাকা হস্তান্তর করেন।

২ এপিবিএন জানায়, ফোন হারানো, ভুল বিকাশ নম্বরে টাকা চলে যাওয়া এবং ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায় দেশের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় এসব ফোন, টাকা ও আইডি উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।

এ সময় ২ এপিবিএনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।