সিআইডির অভিযান উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর করা হয় মালিকদের কাছে। কোলাজ: পুলিশ নিউজ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে ১১২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত তিন মাসে ভুক্তভোগী সিপিসির ফেসবুক পেজে অভিযোগ দাখিলের পর তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ১১০টি হারানো মোবাইল ফোন দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করেছে সিআইডির সাইবার টিম। এইভাবে গত দেড় বছরে পাঁচ শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বসাধারণের প্রতি সিআইডির বার্তা

১. যাচাই-বাছাই ছাড়া পুরাতন মোবাইল ফোন ক্রয় করা থেকে বিরত থাকুন।

২. মোবাইল ফোনে নিজের বা পরিবারের কারও একান্ত ব্যক্তিগত ছবি/ভিডিও সংরক্ষণ করা থেকে বিরত থাকুন।

৩. মোবাইল ফোনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ও পাসওয়ার্ড সার্বক্ষণিক সেভ করে রাখা থেকে বিরত থাকুন।

৪. আর্থিক সেবা প্রদানকারী মোবাইল অ্যাপের অটো লগ-ইনের ব্যবস্থা না রাখা।

হারানো মোবাইল ফোন সংক্রান্ত অভিযোগ করতে যোগাযোগ করতে হবে ফেসবুক পেজ https://www.facebook.com/cpccidbdpolice,
মোবাইল- ০১৩২০০১০১৪৮, হোয়াটসঅ্যাপ- ০১৩২০০১০১৪৮ বা
ইমেইল- cyber@police.gov.bd নম্বর বা অ্যাকাউন্টে।