প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোন হস্তান্তর করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ

হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট (অস্থায়ী হেডকোয়ার্টার্স, খাগড়াছড়ি)।

৭ এপিবিএন জানায়, গত ৮ জুন খাগড়াছড়ি সদর থানায় মোবাইল ফোন হারানোর বিষয়ে একটি জিডি করা হয়। এরপর সিডিআর পর্যালোচনার ভিত্তিতে ২ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত এ ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (অ্যাডজুডেন্ট) আবুল হাসান মো. যায়ীদের নেতৃত্বে বর্ণিত ঘটনাস্থলগুলোতে অভিযান চালিয়ে হারানো মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

৭ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) কাজী মো. আব্দুর রহিম আজ ১০ আগস্ট বেলা ১১টায় উদ্ধার করা মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।