প্রকৃত মালিকের হাতে হারানো মোবাইল ফোন তুলে দিচ্ছেন এপিবিএনের এক কর্মকর্তা। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উত্তরা ইউনিট।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে ফোনটি উদ্ধার করা হয়।

৫ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেনস) মো. মোস্তফা হারুন বলেন, মোবাইল ফোন হারানোর ঘটনায় গত বছরের ১৯ ফেব্রুয়ারি পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী অলক সরকার (২৮)। পরে তিনি ফেসবুকের মাধ্যমে এপিবিএনের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি আরও জানান, তদন্তের একপর্যায়ে ৫ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ নুর ইসলামের নেতৃত্বে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফোনটির অবস্থান শনাক্ত করে সাইবার টিম। এরপর মোবাইল ফোনটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেওয়া হয়। হারানো ফোন ফিরে পেয়ে এপিবিএনকে ধন্যবাদ জানান ভুক্তভোগী।