হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করছে পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পরে এসব ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।

হারানো মোবাইল ফোন হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন চুয়াডাঙ্গার দৌলতদিয়া এলাকার সুমন রেজা। তিনি বলেন, ‘আমার মোবাইল ফোনটি পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। আমার শখের মোবাইল ফোনটি পুলিশ সুপার ও চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের আন্তরিকতায় এত দ্রুত ফিরে পাব, ভাবতে পারিনি।’

এ সময় পুলিশ সুপার ও চুয়াডাঙ্গা থানায় কর্মরত সব পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ সদর থানার কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।