হারানো ফোন ও টাকা মালিকদের ফিরিয়ে দেওয়ার একটি মুহূর্ত । ছবি : বাংলাদেশ পুলিশ

হারিয়ে যাওয়া ১৪টি মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া ৬৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)।

মঙ্গলবার (১৪ মে) এসব ফোন ও টাকা ভুক্তভোগীদের হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও সিসিআইসির ফোকাল পয়েন্ট অফিসার তারেক আল মেহেদী।

তিনি জানান, ফোন ও টাকা হারানোর ঘটনায় জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে নড়াইল সিসিআইসি। এরপর তথ্য ও প্রযুক্তির সহায়তায় এসব ফোন ও টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। হারানো ফোন ও টাকা ফিরে পেয়ে নড়াইল সিসিআইসিকে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা।

নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের (সিসিআইসি) ইনচার্জ মো. শাহ্ দারা খান এবং সিসিআইসির অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।