কেএমপির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন। ছবি: বাংলাদেশ পুলিশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ উপলক্ষে খুলনা সার্কিট হাউস ময়দানে ১৮ অক্টোবর (সোমবার) শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।

এবারের শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, শেখ রাসেলের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আবদুল খালেক এবং খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. এ কে এম কামরুল ইসলামসহ কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।