ইকুয়েডরে অপরাধী চক্রের হামলায় নিহত হন পাঁচ পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত

উপকূলীয় দুই প্রদেশ গুয়াস ও এসমেরালদাসেতে জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো।

মঙ্গলবার সংঘবদ্ধ অপরাধী চক্রের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত ও কারারক্ষীদের জিম্মি করে আটকের পর দেশটির প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করেন। খবর বাসসের।

দেশটির কর্মকর্তারা বলছেন, গুয়ান-১ কারাগার থেকে বন্দি স্থানান্তরের প্রতিক্রিয়ায় অপরাধী চক্র বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশ ও তেলের স্থাপনায় ৯ দফা হামলা চালিয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী গুয়াকিলে গুয়ান কারাগারে একের পর এক গণহত্যায় ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৪০০ বন্দি প্রাণ হারিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা সাংবাদিকদের বলেন, ‘আমরা গুয়াকিল এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসমেরালদাসেদেতে সংঘবদ্ধ অপরাধের জবাব দিয়েছি।’