হাতিরঝিল থানা এলাকা থেকে উদ্ধার হওয়া গাঁজা। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেপ্তার তিনজন হলেন মো. ফারুক মিয়া, মো. হাসানুজ্জামান ওরফে টগর ও মোরশেদ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হাতিঝিল থানার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম পিপিএম ডিএমপি নিউজকে জানান, হাতিরঝিল থানার রামপুরা এলাকার একটি বাসার সামনে কয়েকজন লোক গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে বলে তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফারুক, হাসানুজ্জামান ও মোরশেদকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা হাতিরঝিল থানা এলাকায় গাঁজা বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদের হাতিরঝিল থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।