জব্দ করা ইয়াবা বড়ি ও শুঁটকি। ছবি : ডিএমপি

অভিনব কায়দায় শুঁটকির আড়ালে ইয়াবা বড়ি পাচার করছিলেন মাদক কারবারিরা। তবে শেষরক্ষা হয়নি। ধরা পড়তে হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগের হাতে।

ডিএমপি জানায়, শনিবার (১ অক্টোবর) রাজধানীর গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের সামনে থেকে ২০ হাজার ইয়াবা বড়িসহ তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁরা হলেন মো. তোফায়েল, মোশারফ হোসেন ও মো. সুজন।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মাহবুবুল হক সজীব জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা বড়ির চালান ঢাকায় আসছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। এ সময় ২০ হাজার ইয়াবা বড়িসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ছাড়া তাঁদের কাছ থেকে ২ কেজি শুঁটকি জব্দ করা হয়। শুঁটকির আড়ালে তাঁরা এই বিপুল পরিমাণ ইয়াবা বড়ি পাচার করছিলেন। যাত্রাবাড়ী থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।