মৌলভীবাজারে হাইওয়ে থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত পাঁচ ছিনতাইকারী। ছবি: বাংলাদেশ পুলিশ

মৌলভিবাজারে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার করেছে। ঢাকা-সিলেট মহাসড়কে মৌলভীবাজার সদর থানা এলাকায় ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে ঢাকাগামী একটি বাস থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পাঁচজন হলেন সয়ফুল মিয়া (২৭), সাবলু মিয়া (২৭), রুবেল মিয়া (২৫), সুহেল মিয়া (২৫) ও শাহিন আহম্মেদ সেবুল (৫৪)।

সিলেট অঞ্চলের শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে এক যাত্রীর কাছ থেকে ১ লাখ টাকা সুকৌশলে ছিনিয়ে নেয় ওই চক্র। ৯ ডিসেম্বর দুপুর সোয়া ১২টার দিকে শেরপুর হাইওয়ে থানা-পুলিশের একটি দল সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে ওই বাস থামিয়ে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের টাকা ছাড়াও নগদ প্রায় সাত হাজার টাকা, পাঁচটি মুঠোফোনসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত পাঁচজনের কাছ থেকে জানা গেছে, তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন পরিবহনে ছিনতাই করত। তাঁদের একজন পেছায় গাড়িচালক।