ময়মনসিংহের কোতোয়ালি থানার অভিযানে গ্রেপ্তার দুই আসামি। ছবি: পুলিশ নিউজ

হত্যার ১২ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের কোতোয়ালি থানা-পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার রাত ৮টা ১০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানাধীন চর নিলক্ষীয়া বিজয়নগর এলাকায় পারিবারিক কলহের জেরে নুরুন্নাহার (৪০) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মারুফা (২০) ও তাঁর স্বামী মো. মানিক (২৩) তখনই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাঁদের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়।

হত্যাকাণ্ডের পরই কোতোয়ালি থানার চৌকস দল অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে ময়মনসিংহের তারাকান্দা থানাধীন বিসকা এলাকা থেকে আসামিদ্বয়কে গ্রেপ্তার করে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্রটি আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ই ঘটনার দায় স্বীকার করেছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।