পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় স্বাক্ষর ও সিল জালিয়াতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ থানা-পুলিশ।

সোমবার (৬ মার্চ) সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইনস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. রাজু আহম্মেদ সজিবের (১৯) বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানা এলাকায়।

পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলায় গত ৪ থেকে ৬ মার্চ পর্যন্ত শারীরিক সক্ষমতা ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৫ মার্চ পরীক্ষায় অকৃতকার্য হন আসামি রাজু। কিন্তু নিয়োগ বোর্ডের সভাপতি কিশোরগঞ্জের পুলিশ সুপার এবং নিয়োগ বোর্ডের সদস্য নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের (ট্রাফিক) স্বাক্ষর এবং ‘কৃতকার্য’ ও ‘যোগ্য’ লেখা দুটি সিল প্রবেশপত্র ব্যবহার করেন রাজু।

সোমবার কিশোরগঞ্জ পুলিশ লাইনসে নিয়োগ বোর্ডের কাছে প্রবেশপত্র জমা দেন তিনি। এ সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। তাঁকে প্রশ্ন করা হলে অসংলগ্ন কথাবার্তা বলায় আটক করা হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা-পুলিশ তাঁকে হেফাজতে নেয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি সিল ও একটি সিল প্যাড জব্দ করা হয়। এ ছাড়া জালিয়াতির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়।

কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার জানান, আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।