ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তাঁকে বহনকারী গাড়ির সাথে ব্যক্তিগত অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। জেলেনস্কির আঘাত গুরুতর নয় বলে তাঁর মুখপাত্র ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে জানিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভ এক বিবৃতিতে বলেন, কিয়েভে একটি যাত্রীবাহী গাড়ির সাথে প্রেসিডেন্টকে বহনকারী ও তাঁর এসকর্ট গাড়ির সংঘর্ষ হয়। প্রেসিডেন্টের সাথে থাকা চিকিৎসক দল ব্যক্তিগত গাড়ির চালককে জরুরি চিকিৎসা দিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর প্রেসিডেন্টের শারীরিক পরীক্ষা করা হয়। তিনি তেমন আঘাত পাননি। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঘটনা খতিয়ে দেখছে।

এদিকে দুর্ঘটনার কবল থেকে ফেরার পরপরই প্রেসিডেন্টের নৈশকালীন ভাষণ প্রচার করা হয়। এতে জেলেনস্কি বলেন, তিনি মাত্রই খারকিভ থেকে ফিরেছেন। প্রায় পুরো অঞ্চল রুশ সেনাদের কবল থেকে পুনরুদ্ধার করা হয়েছে।