মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পুরোনো ছবি

স্বাস্থ্য খাতে গবেষণায় বাংলাদেশ পিছিয়ে আছে। স্বাস্থ্যবিষয়ক গবেষণাটা আমাদের দেশে আসলে খুব কম হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। খবর সমকালের।

সরকারপ্রধান বলেন, ‘আমাদের দেশে অনেক চিকিৎসক আছেন, যাঁরা রোগীর সেবা দিতে যতটা আগ্রহী, কিন্তু গবেষণার ক্ষেত্রে হাতে গোনা কয়েকজনই গবেষণা করেন। এ ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা একান্তভাবে দরকার।’

মাননীয় প্রধানমন্ত্রী বলেন, শুধু গবেষণায় সীমাবদ্ধ না থেকে গবেষণালব্ধ জ্ঞান দেশের আর্থসামাজিক উন্নয়নে কীভাবে ব্যবহার করা যায়, সেটার ওপরও জোর দেওয়া হচ্ছে।

শেখ হাসিনা বলেন, ‘মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণার ওপরও জোর দিতে হবে। যাঁরা গবেষক, তাঁরা নিশ্চয়ই এ ব্যাপারে কাজ করবেন। কারণ, আমাদের প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্য বা খাদ্য উৎপাদন বা আমরা যে অবকাঠামো উন্নয়ন করি, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, সব ক্ষেত্রে আসলে গবেষণার প্রয়োজন। সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতে গেলে আমাদের গবেষণা একান্তভাবে দরকার। কাজেই আমি মনে করি, সবার গবেষণার প্রতি নজর দেওয়া দরকার।’

সরকার বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নানা প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় আমাদের সব ধরনের পরামর্শ দিচ্ছে। সে কিন্তু অবৈতনিক। এটা আমি জানিয়ে রাখি। কারণ, অনেকে অনেক সময় অনেক উল্টাপাল্টা কথা বলে। নিজের দেশের কল্যাণে, দেশের মানুষের শিক্ষায় সে কাজ করে যাচ্ছে, দেশের মানুষের জন্য।’