স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিজিটাল নথি ব্যবস্থাপনার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান অ্যাডিশনাল আইজি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিজিটাল নথি ব্যবস্থাপনার উদ্বোধন করা হয়েছে।

এসবি কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু গ্যালারিতে সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান। পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (লজিসটিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজাহারুল ইসলাম, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অ্যাডিশনাল আইজি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অ্যাডিশনাল আইজি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং এসবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ছবি : বাংলাদেশ পুলিশ

রোববার (৫ মার্চ) বেলা ১১টায় এসবি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।
এসবির অপারেশনস কন্ট্রোল রুম পরিদর্শন করছেন সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান। ছবি : বাংলাদেশ পুলিশ

বিশেষ অতিথি ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (লজিসটিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজাহারুল ইসলাম, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অ্যাডিশনাল আইজি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান অ্যাডিশনাল আইজি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)।
এসবির লাইব্রেরি পরিদর্শন করছেন সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান। ছবি : বাংলাদেশ পুলিশ

এর আগে সকাল ১০টায় এসবি কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু গ্যালারি, অপারেশনস কন্ট্রোল রুম, লাইব্রেরি, ডেটা সেন্টার এবং এসবির গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দলিল সংবলিত আর্কাইভ পরিদর্শন করেন সিনিয়র সচিব ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।