হত্যা মামলার আসামি গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

জামালপুরে স্ত্রীর হত্যার দায়ে সাজার ভয়ে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলেন এক আসামি। তবে শেষ রক্ষা হয়নি। নিজেকে মৃত বলে প্রচার করার ছয় বছর ঠিকই জামালপুর পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাঁকে। ১১ অক্টোবর (বুধবার) তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. ওসমান আলী ওরফে ওসমান (৩৫)।

জেলা পুলিশ জানায়, জামালপুরের ইসলামপুরের মন্নিয়ারচরের বাসিন্দা ওসমান আলী ২০১২ সালের ১৯ আগস্ট তাঁর স্ত্রী লাকী বেগমের (২০) কাছে ১ হাজার টাকা চান। লাকী টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওসমান তাঁর স্ত্রীকে বাড়ির টিউবওয়েলের কাছে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় নিহত লাকীর বাবা মো. আ. রহিম বক্স ২০১২ সালের ২১ আগস্ট মামলা করেন।

হত্যা মামলার আসামি গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

মামলাটি থানা-পুলিশ তদন্ত করে ২০১৩ সালের ১০ জানুয়ারি আসামী ওসমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার প্রক্রিয়া চলাকালে ২০১৭ সালে আসামি পক্ষ আদালতকে জানান, আসামি ওসমান কিডনিজনিত রোগে ২০১৭ সালের ১০ এপ্রিল সকালে মৃত্যুবরণ করেছেন। তবে আসামিপক্ষের এই বয়ান ইসলামপুর থানা-পুলিশের বিশ্বাস হয়নি। তারা অনুসন্ধান চালিয়ে যায়। ছয় বছর এভাবে কাটার পর ১১ অক্টোবর ইসলামপুর থানা-পুলিশ গাইবান্ধা জেলার সাঘাটা থানা ও ইসলামপুর থানার সীমান্তবর্তী দূর্গম যমুনা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে ওসমানকে গ্রেপ্তার করেছে।