পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই চোরাকারবারি ও উদ্ধার করা ভারতীয় সিগারেট। ছবি: বাংলাদেশ পুলিশ

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত দিয়ে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় সিগারেট জব্দ করেছে পানছড়ি থানা-পুলিশ। অবৈধ সিগারেট পরিবহনে ব্যবহৃত অটোরিকশাসহ দুই চোরাকারবারিকেও আটক করা হয়েছে।

পানছড়ি থানার উপপরিদর্শক সৈয়দ ছানাউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি মোবাইল টিম গোপন তথ্যের ভিত্তিতে পানছড়ির কিনাচাঁনপাড়ার মগমারাছড়া ব্রিজের দক্ষিণ পাশের সড়কে অভিযান পরিচালনা করে।

এ সময় মাহিন্দ্রা যোগে ভারতীয় সিগারেট পাচারকালে ১ হাজার ৪৮০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করে। পরে পুলিশ মাহিন্দ্রাটি জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৭ হাজার টাকা।

আটক ব্যক্তিরা হলেন রাজীব চাকমা (৩৭) ও টিংকু চাকমা (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ সিগারেট আনার অপরাধে দুই চোরাকারবারিকে অটোরিকশাসহ আটক করা হয়েছে। মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।