পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মন (১৬) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে আসামি কাউসারকে (১৮) গ্রেপ্তার করেছে বারহাট্টা থানা-পুলিশ।

বুধবার (৩ মে) বারহাট্টা থানাধীন প্রেমনগর সংলগ্ন জঙ্গল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাউসারের বাড়ি বারহাট্টা থানাধীন প্রেমনগর এলাকায়।

পুলিশ জানায়, প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুক্তি রাণি বর্মন (১৬)। মঙ্গলবার (২ মে) দুপুরে স্কুল থেকে ফেরার পথে মুক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় কাউসার। স্থানীয়রার তাঁকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। সেখানে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে মুক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে অভিযান চালিয়ে কাউসারকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে কাউসার জানান, দীর্ঘ দিন ধরে মুক্তিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে মুক্তিকে কুপিয়ে হত্যা করেন।