প্রতীকী ছবি

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠক হয়েছে ক্ষমতাসীন তালেবানের।

কাতারের রাজধানী দোহায় শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে তালেবান প্রতিনিধিদের সাক্ষাৎ হয়। রোববারও তাদের মধ্যে বৈঠক হবে। খবর বাসসের।

সেনা প্রত্যাহারের পর থেকে তালেবানের সঙ্গে যোগাযোগ রেখে আসছে যুক্তরাষ্ট্র। দেশটি এবার মুখোমুখি বৈঠকও করল।

বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা স্থানীয় সময় শুক্রবার বলেন, ‘নারী, মেয়েসহ সব আফগানকে অধিকারের প্রতি সম্মান জানাতে আমরা তালেবানকে চাপ দেব এবং ব্যাপক সমর্থনসহ একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করার ওপর জোর দেব।’

তিনি বলেন, ‘আফগানিস্তান মারাত্মক অর্থনৈতিক সংকটে এবং সম্ভাব্য মানবিক সংকটের মুখোমুখি। এ জন্য মানবিক সংস্থাগুলোকে প্রয়োজনীয় এলাকায় অবাধ প্রবেশের অনুমতি দিতে তালেবানদের চাপ দেব।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জোর দিয়ে বলেছে, এ বৈঠক এমন ইঙ্গিত দিচ্ছে না যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তালেবান শাসনের স্বীকৃতি দিচ্ছে।