ভারতের মধ্যপ্রদেশের গুনাতে মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে ১৩ জন যাত্রী পুড়ে নিহত হয়েছেন।

বুধবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন যাত্রী। জেলা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, বুধবার রাতে গুনা-আরন রোডে একটি মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। চিৎকার-চেঁচামেচি শুনে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। পরে পুলিশ-প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে আসেন। আসেন জেলা শাসক তরুণ রাঠিও।

জেলা শাসক জানান, জখম যাত্রীরা আপাতত আশঙ্কামুক্ত। নিহত যাত্রীদের শনাক্তে ডিএনএ টেস্ট করানো হবে।

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন জেলা শাসক। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা পিটিআইকে জানান, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।