ছবি: সংগৃহীত

ভারতে ধর্ম অবমাননা করে উসকানির ঘটনায় মামলা করেছে দিল্লি পুলিশ।

বুধবার (৮ জুন) করা মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়। খবর সমকালের।

তাঁদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো বার্তা, বিভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়া এবং জনসাধারণের শান্তিপূর্ণ অবস্থানের জন্য ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

মামলায় আসামি যাঁরা

পুলিশের স্পেশাল সেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) ইউনিটের দায়ের করা মামলায় বহিষ্কৃত বিজেপির দিল্লির মিডিয়া সেলের প্রধান নাভিন কুমার জিন্দাল, পিস পার্টির প্রধান মুখপাত্র শাদাব চৌহান, সাংবাদিক সাবা নাকভি, হিন্দু মহাসভার পদধারী নেতা পূজা শাকুন পান্ডে, রাজস্থানের মাওলানা মুফতি নাদিম, আব্দুর রেহমান, অনিল কুমার মীনা ও গুলজার আনসারির নাম রয়েছে।

একই অভিযোগে করা দ্বিতীয় মামলায় বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।