ডিসি বিপ্লবের মুখে খাবার তুলে দিচ্ছেন এক শিশু। ছবি: পুলিশ নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম।

বৃহস্পতিবার (১৭ মার্চ) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে শতাধিক শিশুকে দুপুরের খাবার খাওয়ানো হয়। পরে শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয় এবং তাঁদের বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে নেওয়া হয়।

অতিথিদের সঙ্গে ডিসি বিপ্লব কুমার সরকার। ছবি: পুলিশ নিউজ

সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছেন ডিসি বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম। তাঁর ভাষ্য, যে মূল মেসেজটি আমরা দিতে চাই, এখনকার শিশুরা যাঁরা ভবিষ্যতে বড় হবে, তাঁরা যেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করতে পারে এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আজকের শিশুরা যেন সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে পারে এবং প্রত্যেকে যেন সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তাহলেই এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে পরিণত হবে।

আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।