সুনামগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় মদসহ একজনকে গ্রেপ্তার করেছে। সুনামগঞ্জের দিরাই থানা এলাকা থেকে ১৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির নাম মাসুক মিয়া (৩৫)। তার কাছ থেকে ১৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই থানা-পুলিশের একটি দল ১৮ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে দিরাই থানার রফিনগর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে মাসুককে ১৫ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার করেছে। এ সময় আরেক আসামি পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাসুক জানায়, সে আর পলাতক আসামি আফাই মিয়া ওরফে রাইঙ্গা (৩৬) দেশীয় চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল। দুজনের বিরুদ্ধে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।