সুনামগঞ্জে জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে জেলা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৪ ঘণ্টায় ২৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয় বলে ১৮ এপ্রিল (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেলা পুলিশ জানায়, সুনামগঞ্জের বিভিন্ন থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিগত ২৪ ঘণ্টায় জিআর পরোয়ানাভুক্ত একজন (শাল্লা), সিআর পরোয়ানাভুক্ত সাতজন (ছাতক থেকে চারজন, দোয়ারাবাজার থেকে একজন, তাহিরপুর থেকে একজন ও শান্তিগঞ্জ থেকে একজন), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজন, জুয়া আইনে তিনজন, অন্যান্য মামলায় সাতজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজনকে গ্রেপ্তার করে।

বিশেষ অভিযানে ১৮টি ইয়াবা এবং ২৪ বোতল ভারতীয় মদও উদ্ধার করা হয়।