সুনামগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে জেলা পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। জেলার বিভিন্ন থানা এলাকায় ১ এপ্রিল (শনিবার) থেকে ২ এপ্রিল (রোববার) পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় জিআর পরোয়ানাভুক্ত একজন (জগন্নাথপুর থানা), সিআর ওয়ারেন্টভুক্ত দুজন (সদর থানা এলাকা থেকে একজন, ছাতক থানা এলাকা থেকে একজন), প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে ২৮ জন (সদর থানা এলাকা থেকে নয়জন, তাহিরপুর থানা এলাকা থেকে নয়জন ও দোয়ারাবাজার থানা এলাকা থেকে ১০ জন), মাদক মামলায় দুজন (দিরাই থানা) এবং অন্যান্য মামলায় তিনজনসহ (শান্তিগঞ্জ থানা) মোট ৩৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তারে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।