সুনামগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পুনাক শিল্প-পণ্যমেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘর স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন পুনাকের কেন্দ্রীয় কমিটির সহ-কোষাধ্যক্ষ উম্মে কুলসুম রুপা আহম্মেদ। খবর জাগো নিউজের।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।

ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। তবে পুনাক সেবাধর্মী কাজ করে যাচ্ছে। পুলিশের কাজের পাশাপাশি সেবাধর্মী ও সৃজনশীল কাজ করছে পুনাক।

সুনামগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী নুরুন্নাহার মুনমুনের সভাপতিত্বে ও দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাকির হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ।

মেলার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, পুনাকের মেলায় বিভিন্ন পণ্যের ১২০টি স্টল রয়েছে। মাসব্যাপী চলবে এ মেলা।