সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার অভিযানে উদ্ধারকৃত কিশোর ও গ্রেপ্তারকৃত ছয় অপহরণকারী। ছবি: পুলিশ নিউজ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা-পুলিশের তৎপরতায় অপহরণের এক মাস পর ধানের গোলা থেকে কিশোরকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর ও শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরীর নেতৃত্বে এসআই কাজল চন্দ্র দেব, এসআই মোহন রায়, এএসআই রুবেল আহম্মেদ ও ফোর্সের সমন্বয়ে গঠিত টিমের দীর্ঘ এক মাসের তৎপরতায় অপহৃত কিশোর মো. ফাইজুর রহমান ওরফে ফারকুলকে (১৩) উদ্ধার করা হয়। অপহরণের ঘটনার সঙ্গে জড়িত ছয় অপহরণকারীকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা-পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত ৩টায় ছাতক থানাধীন হরিশ্বরণ গ্রামে গ্রেপ্তার আসামিদের বসতবাড়িতে থাকা ধানের গোলা থেকে ভিকটিম ফারকুলকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

অপহরণের ঘটনার সঙ্গে জড়িত আব্দুল্লাহ আল আমিন ওরফে জুনেদ (২৫), মো. জিয়াউর রহমান (২২), মো. আব্দুল সালাম (৫২), মোছাম্মৎ খাদিজা বেগম (১৮), মো. বিলাল মিয়া (৪২) ও মোছাম্মৎ বেগমকে (৪৮) গ্রেপ্তার করা হয়।