পুলিশি হেফাজতে চার আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের দিরাই থানাপুলিশ অভিযান চালিয়ে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

দিরাই থানার এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দিরাই পৌরসভাধীন দাউদপুর গ্রামে অভিযান চালায়। এ সময় চোরাকারবারের সাথে জড়িত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার সাতারকোনা গ্রামের আব্দুল হাইর ছেলে আল আমীন (২০) একই থানার মাজাইর গ্রামের আব্দুল আলীর ছেলে সুজন মিয়া (২২), আলীপুর গ্রামের মৃত মো. ছিদ্দিক মিয়ার ছেলে মো. মঞ্জিল মিয়া (৪২), পদ্মনগর গ্রামের রতীন্দ্র দেবনাথের ছেলে প্রান্ত দেবনাথকে (২১) আটক করা হয়।

তাদের কাছে থাকা ৪টি পিকআপ ভ্যান তল্লাশি করে ৮ হাজার কেজি (১৬০ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত ৪টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

উদ্ধার করা ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ৬০ হাজার টাকা। এ সময় গ্রেপ্তার আসামিরা ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে দিরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।