নোয়াখালীর সুধারামে ডাকাতির প্রস্তুতিকালে তিনটি ছোরাসহ গ্রেপ্তার হওয়া চারজন। ছবি: নোয়াখালী জেলা পুলিশ

নোয়াখালীর সুধারামে ডাকাতির প্রস্তুতিকালে তিনটি ছোরাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সুধারাম থানাধীন এওয়াজবালিয়া নন্দনপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা পুলিশ সুপার মো শহীদুল ইসলাম পিপিএমের দিকনির্দেশনা ও সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. মোজাফফর আলী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্ৰামে অভিযান চালিয়ে ঘটনাস্থলে সমবেত হওয়া ডাকাত দলের দুই সদস্য রায়হান উদ্দিন রনি (২২) ও মো. সোহেলকে (৩৪) গ্রেপ্তার করে। তাঁদের হেফাজত থেকে তিনটি ছোরা ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। এ সময় ৬ জন পালিয়ে যায়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী আব্দুর রাজ্জাক (২৫) ও মো. নাঈমকে (২২) বেগমগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ওই চার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।