পুলিশি হেফাজতে আসামিরা এবং ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর সুধারাম থানা-পুলিশের অভিযানে সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ঘর ভাঙার সরঞ্জাম, অস্ত্র, গুলি ও মুখোশ জব্দ করা হয়।

আদালতে স্বীকারোক্তি দেওয়া আসামিরা হলেন মনির হোসেন (৪৫), জাবেদ (৩৮), ইব্রাহিম খলিল (২১) ও রহমত উল্যাহ (৪৫)।

পুলিশ জানায়, সুধারাম থানাধীন নোয়ান্নাই ইউনিয়নের দুটি বাড়িতে গত ৬ মে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৮ মে সুধারাম থানায় মামলা করা হয়। পরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।