জামালগঞ্জ থানা-পুলিশের হেফাজতে ২ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা-পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ মে) রাতে উপজেলার সাচনাবাজার লঞ্চঘাটে মেসার্স হাজী আব্দুল গণি ওয়াটার ট্রান্সপোর্ট নামের লঞ্চে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার মধ্যপাড়া এলাকার মৃত হুসেন আলীর ছেলে গিয়াস উদ্দিন (৪০) ও মেয়ে জৈগন বেগম (৬০)।

জানা যায়, জামালগঞ্জ এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসির নির্দেশে এসআই মেহেদী হাসান, এএসআই সুমন চন্দ্র গোপ এএসআই রায়হান উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছে বিশেষভাবে রক্ষিত ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ২ মাদক কারবারি জানান, তারা এসব গাঁজা ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করে ময়মনসিংহ জেলায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।