চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে মৃতের সংখ্যা সংশোধন করে ৪১ জন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। খবর নিউজ বাংলার।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, ‘একাধিক হাসপাতালে মরদেহ থাকায় গণনায় ভুল হয়েছে। একই মরদেহ দুবার কাউন্ট হয়েছে। পরে সব কটি মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর প্রকৃত সংখ্যা ৪১ জন পাওয়া গেছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ৬ জুন (সোমবার) সাংবাদিকদের বলেন, ‘আমরা ৪১টি মরদেহ পেয়েছি। মরদেহগুলোর মধ্যে গতকালই ১৮ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিচয় শনাক্ত হয়েছে ২৪ জনের। হস্তান্তর করা হয়েছে ২১টি মরদেহ। মৃতদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের।’

এদিকে বিএম কনটেইনার ডিপোতে আগুল লাগার ৪২ ঘণ্টা পেরিয়ে গেলেও তা পুরোপুরি নেভেনি। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী আগুন নেভানোর এবং উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মনির হোসেন বলেন, ‘সেনাবাহিনীর একটি বিশেষ দলের সহায়তায় কনটেইনারগুলো খুলে আগুন নেভানোর কাজ চলছে। আমরা এভাবে কাজ করতে পারলে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে আগুন নেভাতে পারব। ইতিমধ্যে আমরা কেমিক্যাল থাকা কয়েকটি কনটেইনার চিহ্নিত করেছি। সেগুলো অপসারণ করার প্রক্রিয়া চলছে।’

আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও।