দুর্ঘটনায় ট্রাক ও মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৮ মে) ভোর ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডেইলি স্টারের।

নিহতরা হলেন মাইক্রোবাসচালক মনিরুজ্জামান (৩৬), তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা পশুরহাটপাড়ার বাসিন্দা। যাত্রী আল মাহবুব (৪২); তিনি গহরপুর এলাকার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মাইক্রোবাসের সঙ্গে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাবনাগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক মনিরুজ্জামান নিহত হন। ওই সময় মাইক্রোবাসে থাকা চার যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। তবে ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান আছে।