উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম ও অতিথিবৃন্দের সঙ্গে খেলোয়াড়দের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট জেলা পুলিশ লাইনস মাঠে বৃহস্পতিবার (২৩ মে) সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর উদ্বোধন করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এঅ্যান্ডএফ) সৈয়দ হারুন আর রশীদ বিপিএম।

উদ্বোধনী ম্যাচে সিলেট ও সুনামগঞ্জ জেলার ম্যাচ গোলশূন্য ড্র হয়। সিলেট রেঞ্জের আওতাধীন ইউনিটগুলো পর্যায়ক্রমে খেলায় অংশ নেবে।