পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা গাঁজা। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (২২ মে) রাতে নগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. সনির (৩৮) বাড়ি নগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকায়। তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

আরএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে এম আরিফুল হক বিপিএম, পিপিএম জানান, রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।