সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২টি ইঞ্জিনচালিত নৌকাসহ ৫ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) ভোররাত ৪টার দিকে কোতোয়ালি মডেল থানাসংলগ্ন সড়ক ও জনপদ কার্যালয়ের সামনে সুরমা নদী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চোরাকারবারিরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আব্দুল খালিকের ছেলে আলী আহমদ (২৫), আহমদ আলীর ছেলে সোলেমান আহমদ (২৮), মনু মিয়ার ছেলে সাইফুর রহমান (২১), জহির উদ্দিনের ছেলে জুনায়েদ আহমদ (২১) ও মৃত আব্দুল মন্নানের ছেলে নুরুল আমিন (৩১)।

জানা যায়, গত শনিবার ভোরে সিলেট মহানগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক নবীর হোসেন ও মধুসুদন রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাসংলগ্ন সুরমা নদীতে অভিযান চালিয়ে ৫ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের হেফাজত থেকে ২১৯ বস্তা ভারতীয় চিনি, ২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।